ড. মহাঃ বশিরুল আলম
মহাপরিচালক
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
ড. মহাঃ বশিরুল আলম গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার ঢাকা-তে মহাপরিচালক পদে যোগদান করেন।
তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ত্রয়োদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় যোগদান করেন। সুদীর্ঘ ৩০ বছরের সরকারি চাকুরীতে ড. মহাঃ বশিরুল আলম মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের একজন সদস্য হিসেবে তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার এবং বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন । তিনি যুগ্মসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি ওয়াসা, রাজশাহী এর ডিজিএম; বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা; পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষ এর উপব্যবস্থাপক; বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ-এর পরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক পদে প্রেষণে দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অন্যান্য পরিসরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন-এ কর্মকালীন তিনি কৃতিত্বের সম্মাননা হিসেবে শুদ্ধাচার পুরষ্কার অর্জন করেন।
ড. মহাঃ বশিরুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে পশুপালন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সুদীর্ঘ কর্মজীবনে ড. মহাঃ বশিরুল আলম দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্স এ অংশগ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, নেপাল, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইটালি, মরক্কো ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন।
ড. মহাঃ বশিরুল আলম ১৯৬৭ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং ০২ সন্তানের গর্বিত পিতা।